কারাগারের খাদ্য গ্রহণে মুরসির অস্বীকৃতি


প্রকাশিত: ০৩:২২ এএম, ০৯ আগস্ট ২০১৫

কারাগারের খাবার গ্রহণ করছেন না মিসরের ক্ষমতাচ্যুত ও কারাবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তার খাবারে বিষ মেশানোর কারণে তিনি  খাবার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিনা এ খবর জানিয়েছে। খবর : ডেইলি সাবাহ।

খবরে বলা হয়েছে, শনিবার তিনি আদালতের শুনানিকালে কারাগারের খাবারে বিষ মেশানো থাকার কথা প্রকাশ করেন। তিনি আদালতের কাছে বাইরের খাবার গ্রহণের অনুমতি চান। তিনি কারাগারের খাবারকে `তার অধিকারের বিরুদ্ধে করা একটি অপরাধ` হিসেবে অভিহিত করেন।

জানা গেছে, মুরসি ডায়াবেটিস রোগী, তিনি লো-ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন। তিনি চিকিৎসক দলের সাক্ষাতও চেয়েছেন। বিচারক বলেন, তিনি মুরসির আইনজীবীদের তার সঙ্গে সাক্ষাত করার সুযোগ দেবেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।