কখন কোথায় ঈদের নামাজ


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ অক্টোবর ২০১৪

রাত পোহালেই ঈদ উল আজহা। ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানসহ প্রধান স্থানগুলো এরইমধ্যে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।

জাতীয় ঈদগাহসহ রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় ৩৬২টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল আজহার ২২৮টি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

জাতীয় ঈদগাহে ৫ হাজার মহিলা মুসল্লিসহ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামায়াত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাতটি অনুষ্ঠিত হবে।

সায়েদাবাদ আরজুশাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায় ও তৃতীয়টি ৯টায় হবে।

লালবাগের ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি হবে সোয়া ৯টায়।

যেসব স্থানে দু’টি করে ঈদ জামাত হবে, তার মধ্যে- খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সোয়া ৮টায়। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। রসুলবাগ জামে মসজিদে (দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি) প্রথম জামাত সোয়া ৭টায় ও দ্বিতীয়টি সোয়া ৮টায়। লালমোহন সাহা স্ট্রিট চিনি ঠিকরা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয়টি ৮টায় এবং ভজহরি সাহা স্ট্রিট শহীদ জামে মসজিদে প্রথম জামাত পৌনে ৮টায় ও দ্বিতীয় জামাত পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

দেওয়ানবাগ শরীফে তিনটি জামাতের মধ্যে প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠ, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদ, মিতালী রোড জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়া, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, মীরবাগ জামে মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, ওয়ারী নূর জামে মসজিদ, ওয়ারী ফোল্ডার স্ট্রিট বায়তুল নাছির জামে মসজিদ, মদিনা মসজিদ, ফকিরবানু জামে মসজিদ, সালাহউদ্দিন ভবন বায়তুল আমান জামে মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে।

সকাল পৌনে আটটায় ঈদ জামাত হবে- গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, মোহাম্মদপুর বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে।

সকাল আটটা হবে- কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, ধানমণ্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলিজর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মূল গেটসংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হল লন, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, ভজহরি সাহা স্ট্রিট তাকওয়া মসজিদ, জোড়পুল লেন জামে মসজিদ, নারিন্দা বিনত বিবি জামে মসজিদ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদ, ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠে এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদের জামাত।

সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে নারিন্দা মুশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, গুলশানের সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে।

চট্টগ্রাম
বন্দর নগরী চট্টগ্রামের ১৯০টি স্থানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় এবং সিটি করপোরেশনের উদ্যোগে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে সকাল পৌনে ৮টায় প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজের জন্য জমিয়তুল ফালাহ মসজিদ এলাকা ও আউটার স্টেডিয়ামে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া পাড়া মহল্লার ঈদগাহ ও মসজিদগুলোতেও নামাজের প্রস্তুতি নেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম বলেন, ঈদের ‍জামাতের যাবতীয় প্রস্তুতি শেষ। প্রধান প্রধান ঈদ জামাতের পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডের ৪১টি জামাতের ব্যবস্থাপনায় থাকবে সিসিসি।

“অতিরিক্ত বৃষ্টি হলে মাঠের পরিবর্তে সংলগ্ন মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হবে।”

এছাড়া সিসিসির আয়োজনে বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি জামে মসজিদে সকাল ৮টায় এবং জালালাবাদ আরেফিন নগরে সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সিলেট
সিলেটে নগরীর শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ।

এছাড়া সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, সকাল ৮টায় দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠে জামাত হবে সকাল সাড়ে ৭ টায়। টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায়।

গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা মাঠে সকাল পৌনে ৮টায়, পাঠানটুলা নবাবী ঈদগাহে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা
ঈদের নামাজ আদায়ে নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আলাদা আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে।

খুলনার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। নামাজে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায় টাউন জামে মসিজদে। একই স্থানে পরে তৃতীয় একটি জামাত হবে।

আবহাওয়া প্রতিকূল থাকলে সবগুলো জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে নির্ধারিত সময়ে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ চত্বরে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ময়লাপোতা মোড়স্থ ফারাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

এছাড়া সকাল ৮টায় সরকারি বিএল কলেজ প্রাঙ্গণ, হাজী আ. মালেক দারুস সালাম ঈদগাহ ও বয়রা বায়তুল মামুর জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় নগরীর কেডিএ আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদ, খানজাহান আলী থানার ঈদগাহ ময়দান শিরোমনি ও মহেশ্বরপাশা সড়ারডাঙ্গা মাঠে জামাতের আয়োজন করা হয়েছে।

কয়রা বায়তুল হামদ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায়। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে আলাদাভাবে ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী
রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়। এখানে ইমামতি করবেন দরগাহ্ মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান। এ বিভাগে ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত হবে সকাল সোয়া ৮টায় সাহেব বাজার বড় রাস্তায়।

এছাড়া সকাল ৯টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহ, সুলতানাবাদ মসজিদ কমপেক্স ঈদগাহ, হাতেম খাঁ বড় জামে মসজিদ, নওদাপাড়া ঈদগাহ মাঠ, নওদাপাড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল ময়দান ও রাজশাহী রেল স্টেশন চত্বরে ঈদের জামাত হবে।

সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, শিরোইল ঈদগাহ, পোস্টাল একাডেমি ঈদগাহ, আহলে হাদীস কেন্দ্রীয় ঈদগাহ ও মহিশবাথান গোরস্থান মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

বরিশাল
বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করবেন।

তবে বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। প্রায় ২০ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে ২টি করে জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, এবাদুল্লাহ জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডসহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট বড় একাধিক ঈদের জামাত হওয়ার কথা রয়েছে।

বিভাগের বড় জামাতের মধ্যে পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮টায়, কায়েদসাহেব হুজুর প্রতিষ্ঠিত ঝালকাঠীর কামিল মাদ্রাসা কমপ্লেক্সে সকাল ৮টায়, উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায়, নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে সকাল ৮টায় এবং বিএম কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

রংপুর
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। রোববার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাতের পাশাপাশি কোর্ট জামে মসজিদে সকাল সোয়া ৯টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

জেলার অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শোলাকিয়া
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে সকাল ৯টায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা কররেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ঈদ জামাতে মুসুল্লিদের অংশগ্রহণের সুযোগ করে দিতে সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং অপর ট্রেনটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস এম আলম জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।