সৌদিতে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি


প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০৮ আগস্ট ২০১৫
ফাইল ছবি

সৌদি আরবের আসির প্রদেশে একটি মসজিদে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ জনের মধ্যে চারজনই বাংলাদেশের নাগরিক। তারা হলেন লক্ষ্মীপুরের আফাজউদ্দিন, কুমিল্লার মোহাম্মদ জীবন ও বরিশালের মাইনুল মৃধা।

বেলাল হোসেন নামে অপর এক নাগরিকের ঠিকানা জানা যায়নি। ওই ঘটনায় আরো চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন টাঙ্গাইলের আসাদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার নুরুল ইসলাম এবং কুমিল্লার খোকন মিয়া। চান মিয়া নামে অপর এক আহত ব্যক্তির ঠিকানা জানা যায়নি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা শহরের ওই মসজিদটি একটি আধাসামরিক বাহিনীর। সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলার জেনারেলের দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী শনিবার রাতে জানান, বোমা হামলার স্থানে ওই সময় অন্তত ৫০ জন মানুষ ছিলেন।

নিহত বাংলাদেশিদের প্রথম তিনজন রিয়াদের আল ইয়াসরা নামে একটি কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী। তাদের লাশ আভা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে আসির সেন্ট্রাল হাসপাতালে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।