চট্টগ্রামে রেলের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১০ আগস্ট ২০১৮

সার্ভার ক্যাবল বিচ্ছিন্ন থাকায় চট্টগ্রাম রেল স্টেশনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ, শুক্রবার আগামী ১৯ আগস্টের টিকিট বিক্রির কথা ছিল।

বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় থাকা লোকজন সকালে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সার্ভারের ক্যাবল কাটা পড়ায় টিকিট বিক্রি করা যাচ্ছে না। সঙ্কট নিরসনে কাজ চলছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতির উন্নতির আশা করছি।

এদিকে টিকিট প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা টিকিট কিনতে বৃহস্পতিবার রাত থেকে লাইনে শুয়ে-বসে অপেক্ষা করছেন। সার্ভারের সমস্যা আগে কেন সমাধান করা হলো না।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।