নিলয়ের জিডি না নেয়ার ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৮ আগস্ট ২০১৫

ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় ওরফে নীল হত্যাকাণ্ডে তিনি নিহত হওয়ার আগে থানায় তাঁর জিডি না নেয়ার ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে মতিঝিল বিভাগের অতিরিক্ত-উপপুলিশ কমিশনার (এডিসি) তারেক বিন রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী কমিশনার (এসি) মো. নুর আলম ও কাজী ফরিদ হোসেন।
 
গত শুক্রবার বিকেলে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, ব্লগার নিলয় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তাঁর স্ত্রী এ দাবি করেছেন।
 
জিডি নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর একদিন পরেই ঘটনা তদন্তে এই তদন্ত কমিটি গঠন করা হলো।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, ব্লগার নিলয় নীল নিহত হওয়ার আগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে গিয়ে সেটি না হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দেন।
 
সে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে নিলয় তার ফেসবুকে কোন থানায় গিয়েছিলেন সেটি উল্লেখ করেননি।
 
তিনি আরো জানান, নিলয় কোন থানায় গিয়েছিলেন, কেনো জিডি নেওয়া হয়নি সে বিষয়গুলো তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। জিডি না নেয়ার ঘটনায় যদি কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
 
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে জুমার নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত বাড়ি ভাড়ার নেয়ার নামে জোর পূর্বক নিলয়ের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।
 
জেইউ/এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।