শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দাতাদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ আগস্ট ২০১৮

নিরাপদ সড়ক চাই কোমলমতি শিক্ষার্থীদের এ আন্দোলন ন্যায্য দাবি উল্লেখ করে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার জন্য যারা উসকানি দিয়েছে তাদেরকে দ্রুত আটক করে শাস্তির দাবি জানিয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মুত্যুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলে তাদের দাবি সরকার মেনে নেয়ার পরেও কিছু ব্যক্তি এই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে ব্যবহার করতে চেয়েছে।

যারা সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। তাদেরকে দ্রুত আটকের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উসকানিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান এইচ এম আলী আকবর নাসির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সবুজ মোল্লাসহ আয়োজক সংগঠনের অন্যান্য সদস্যরা।

এএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।