দালালরা মানবতাবিরোধী অপরাধে অগ্রণী ভূমিকা পালন করেছে


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৮ আগস্ট ২০১৫

প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দখলদার বাহিনীর তুলনায় তাদের দালাল, আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনী মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে তারা নিজেরা যেমন যুক্ত ছিল, তেমনি এ সকল অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ক্ষেত্রে দখলদার বাহিনীকে সহযোগিতা করতো।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের `স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়` শীর্ষক কোর্সের উপর কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার ১১ ও ১২তম দিনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূইয়া।

ড. মুনতাসীর মামুন বলেন, দেশীয় ওই সকল বাহিনী এবং তাদের রাজনৈতিক সংগঠন বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে এ দেশকে মেধাশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাছাড়া ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের অভিযাত্রাকে রুদ্ধ করে পাকিস্তানের আদলে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অপচেষ্টার ক্ষেত্রে এরাই ছিল মূল কারিগর।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।