খুলনায় পৃথক বন্দুকযুদ্ধে নিহত ১৩


প্রকাশিত: ১০:৫১ এএম, ০৫ অক্টোবর ২০১৪

খুলনার পাইকগাছা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ জন বনদস্যু নিহত হয়েছে। এছাড়া পুলিশের ছয় সদস্য আহত হয়েছে। রোববার ভোরে ও দুপুরে এ ঘটনা ঘটে।

খুলনার পুলিশ সুপার হাবিবুবুর রহমান জানাান, আজ (রোববার) ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কারিমুল (৪০) ও হবি (৪২) নামের দুই জন বনদস্যু নিহত হয়। একই সাথে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ।

তিনি আরও জানান, অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১৩ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন লিশ সুপার হাবিবুর রহমান। নিহত সবাই সুন্দরবনের বনদস্যু বলে দাবি করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।