‘ক্যারি অন’ সমস্যার সমাধান : অকৃতকার্যরাও পাবেন ক্লাসের সুযোগ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৮ আগস্ট ২০১৫

এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এখন থেকে কৃতকার্য সহপাঠীদের সঙ্গে ক্লাস করার সুযোগ পাবেন। তবে তাদেরকে নভেম্বরে বিশেষ পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য বিষয়গুলোতে পাশ করতে হবে। আর পাশ করতে পারলেই তারা দ্বিতীয় পেশাগত পরীক্ষায় নিয়মিত ব্যাচের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এমবিবিএস কোর্স কারিকুলামের ‘ক্যারি অন’ নিয়ে জটিলতা নিরশনে শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. আবু শফি আহমেদ আমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।