মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে কিশোরী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৮ আগস্ট ২০১৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বড়গ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কিশোরী নাসিমা আক্তার (১৫) নিহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে শনিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার উপজেলার দক্ষিণ বড়গ গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, বুলা ইউনিয়নের দক্ষিণ বড়গ গ্রামের আশরাফ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের ইউপি সদস্য মহিউদ্দিনের বিরোধ চলছিল। আর এরই জের ধরে শনিবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোরী নাসিমা আক্তার নিহত হয়। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডের কথা শুনেছি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।