ফেনীতে পুলিশ-অটোরিকশাচালক দফায় দফায় সংঘর্ষ


প্রকাশিত: ১০:০২ এএম, ০৮ আগস্ট ২০১৫

ফেনীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে এ ঘটনা ঘটে।

পুলিশ-প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সকাল ১০টার দিকে ৩০/৪০ জন মালিক-শ্রমিক মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ৪০ কি.মি. যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও দফায়-দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ অন্তত ৫০ রাউন্ড গুলি নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিছেন।
/
এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।