হবিগঞ্জ ফিল্ডে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৬ আগস্ট ২০১৮

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। রোববার (৫ আগস্ট) রাত ১১টা থেকে পরীক্ষামূলক জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

সোমবার তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে এ বিষয়ে জানানো হয়। বলা হয়, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ ওয়ার্কওভার করে গ্যাস ক্ষেত্রের নিম্নস্তর থেকে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। উৎপাদকৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহও করা হচ্ছে।

এমইউএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।