সড়ক দুর্ঘটনা সরকারের উন্নয়নকে ম্লান করে দিচ্ছে


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৮ আগস্ট ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিভিন্ন সময়ের দুর্ঘটনাগুলো ম্লান করে দিচ্ছে। এ থেকে উত্তরণের জন্য আগে  আমাদের দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। শনিবার সকালে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌ-রাস্তায় সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, চেহারা দেখে জনগণ কখনো ভোট দেয় না। ভোট পেতে হলে জনগণের সঙ্গে ব্যবহার ভাল করতে হবে। কাজ এবং উন্নয়ন দেখে জনগণ ভোট দিবে।

তিনি আরো বলেন, গাজীপুরের মতো এত বিলবোর্ড দেশের কোথাও নেই। তিনি এসকল বিলবোর্ড আগস্ট মাসের মধ্যে সরানোর জন্য গাজীপুরের নেতৃবৃন্দ, পুলিশ এবং স্থানীয় প্রসাশনকে নির্দেশ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রসাশক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা।
            
মো. আমিনুল ইসলাম/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।