জনগণের কষ্টার্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্থনৈতিক লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নবনিযুক্ত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মো. মুসলিম চৌধুরী রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রেস সচিব জয়নাল আবেদিন রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বলেন, ‘জনগণের কষ্টার্জিত অর্থের ব্যবহার নিশ্চিত করুন। আপনাদের যথা সময়ে অডিট কার্যক্রম নিশ্চিত করতে হবে।’

রাষ্ট্রপতি সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত জনগণের অর্থ যেনো নিয়ম-কানুন মেনে ব্যয় করা হয় তা নিশ্চিত করার আহ্বান জানান।

জনগণের অর্থ ব্যয়ে সিএজির ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ নির্ধারিত সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

সিএজি তার দায়িত্ব সঠিকভাবে পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।