এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৫ আগস্ট ২০১৮

‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে (৪৬) সাতক্ষীরার লস্করপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩ আগস্ট রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল নিহত হন। ঘটনার পরদিন তার বাবা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে এসপি গোল্ডেন লাইনের মালিক লস্করকে সাতক্ষীরা থেকে আটক করে র‌্যাব। আজ বিকেলে রমনা থানায় হস্তান্তর করে র‌্যাব।

দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন। বর্তমানে দুদিনের রিমান্ডে রয়েছেন বাস চালক। তার বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়।

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।