বিমানের আরও একটি হজ ফ্লাইট বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৪ আগস্ট ২০১৮

অব্যাহত যাত্রী সংকটের কারণে আরও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি হলো বিজি-১০৬৭। আজ বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির।

এ নিয়ে এখন পর্যন্ত ১১টি ডেটিকেটেড হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হলো বিমান। যাত্রী সংকটের কারণে আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

জানা গেছে, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট ক্রয় না করায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানান, বিমান প্রতিদিনই ৫২৮ হজ এজেন্সিকে ইমেইলের মাধ্যমে কোনো ফ্লাইটে কত সিট খালি আছে সে বিষয়ে আপডেট প্রদান করছে এবং দ্রুত টিকিট ক্রয়ে তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্ত অধিক মুনাফালোভী বেশ কয়েকটি হজ এজেন্সি এখনো বাড়িভাড়া করতে পারেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়িভাড়া ও ভিসার আগেই টিকিট ক্রয়ের নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি এখনো তাদের নির্ধারিত টিকিট ক্রয় করেনি।

হজ শুরুর ৫০ দিন আগেই বিমানের হজ টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হলেও এজেন্সিগুলো সময়মতো টিকিট সংগ্রহ না করায় এখনো হজ ডেডিকেটেড ফ্লাইটের পাঁচ হাজারের মতো টিকিট অবিক্রিত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, এ বছর সৌদি কর্তৃপক্ষ বিমানের জন্য নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো স্লট বরাদ্দ দেবে না বলে জানিয়ে দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকলে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে।

আরএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।