বাল্যবিয়ে রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০১ আগস্ট ২০১৮

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ কথা বলেন।

এ সময় তারা বাল্যবিবাহ, ইয়ুথ পার্লামেন্টারিয়ান ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাতিসংঘ দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অতীতে যেমন প্রকল্পভিত্তিক কাজ করেছে তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাল্যবিয়ে প্রতিরোধে স্পিকার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জাতীয় সংসদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে কাজ করার সুযোগ রয়েছে।

মিয়া সেপ্পো আগামী ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে জাতিসংঘের মহাসচিবের স্পেশাল এনভয় অন ইয়ুথ সফরের বিষয়টি স্পিকারকে জানিয়ে বলেন, তারা বাংলাদেশ সংসদের তরুণ সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। স্পিকার এ উদ্যোগকে স্বাগত জানান।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।