শাহ আমানতে যাত্রীর মলদ্বারে ৮ স্বর্ণবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ আগস্ট ২০১৮

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে শারজা থেকে আসা এক যাত্রীর মলদ্বার থেকে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন ৯৩৬ গ্রাম।

আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি-৯ বিমানের যাত্রী সুমন দাশের (৩৪) কাছ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

সুমনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের উপ-কমিশনার উত্তম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসা যাত্রী সুমনকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার মলদ্বারে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে ৮টি স্বর্ণের বার বের আনা হয়।’

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ৮টি স্বর্ণের বারের মোট ওজন ৯৩৬ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।