আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ এএম, ৩১ জুলাই ২০১৮
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন হজযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই) ফেনীর পরশুরামের জামালউদ্দিন ভু্ঁইয়া (৭৪) ইন্তেকাল করেন। তার পিলগ্রিম আইডি ০৭৭৩০২১ ও পাসপোর্ট নম্বর বিআর ০৬ ৩৮৯৩২। তিনি ১৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যান।
সোমবার (৩০ জুলাই) কুমিল্লার হোমনার চান্দেরচর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন (৭০) মারা যান। তার পিলগ্রিম আইডি ০৫৯২১৪৬ ও পাসপোর্ট নম্বর বিআর ০১৮৯৯০০। তিনি ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি আরব যান।
একইদিন ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা সুরাইয়া আক্তারের (৬২) মৃত্যু হয়। তার পিলগ্রিম আইডি ০৮১২১৪৫ ও পাসপোর্ট নম্বর বিকে ০৬০৬৫৮৬। তিনিও গত ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি যান।
গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১১ ও মহিলা ২ জন রয়েছেন। তারা সকলেই মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এমইউ/এসআর