হজ ভিসা পেলেন লক্ষাধিক হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ৩০ জুলাই ২০১৮

আসন্ন পবিত্র হজ পালনে ভিসাপ্রাপ্ত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮টি কোটা বরাদ্দ দিয়েছে।

রাজধানীর আশকোনা হজ অফিস, ঢাকার পরিচালক সাইফুল ইসলাম জানান, ২৯ জুলাই পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৪৬ হজযাত্রীর ভিসা পাওয়া গেছে। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৪৩৭ ও বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ২০৯ জন ভিসা পেয়েছেন। তবে মোট ডিও ইস্যু করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৯৩ জনের।

এদিকে রোববার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৪টি ফ্লাইটে ৩৫ হাজার ৩৯১ ও সৌদি এয়ারলাইন্সের ৯৭টিসহ মোট ৩২ হাজার ৪৫৭ জনসহ মোট ৬৭ হাজার ৮৪৮ জন সৌদি পৌঁছেছেন।

এমইউ/জেএইচ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।