জাবালে নূরের চালক-হেলপার গ্রেফতার
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার রাত ও সোমবার সকালে রাজধানী ঢাকা এবং বরগুনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এক বার্তায় র্যাব জানায়, বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন বাসের ৩ চালক ও ২ হেলপারকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে মো. মাসুম বিল্লাহ’র (৩০) বাসচাপায় শিক্ষার্থীরা নিহত হয়। তিনি জাবালে নূরের ঘাতক ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ নম্বর গাড়ির চালক। এই গাড়ির হেলপার মো. এনায়েত (৩৮), রেষারেষিতে অংশ নেয়া ঢাকা মেট্রো ব-১১-৭৬৫৭ নম্বর গাড়ির চালক মো. জুবায়ের (৩৬) এবং ঢাকা মেট্রো ব-১১-৭৫৮০ নম্বর বাসের চালক মো. সোহাগ (৩৫) ও হেলপার রিপন (৩২)।
প্রসঙ্গত, রোববার দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতি সম্পন্ন জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিমিষেই ওঠে পড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এছাড়া আহত হন আরও ১৫/২০ শিক্ষার্থী।
দুর্ঘটনায় মারা যাওয়া দুইজন হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিয়া খানম মিমের বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি মহাখালী দক্ষিণপাড়ায়। দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিমের বাবার নাম মৃত নূর ইসলাম ও মা মহিমা বেগম। তাদের বাড়ি উত্তরা আশকোনা এলাকায়।
দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এদিকে ওই ঘটনায় রোববার রাতেই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৩।
এআর/এসআর/আরআইপি