সৌদিতে নারীসহ দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩০ জুলাই ২০১৮

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সেলিমা খানম (৬৪) নামে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ জুলাই) তিনি মারা যান।

গাজীপুর সদরের আলীনগর গ্রামের বাসিন্দা সেলিনা খানমের পিলগ্রিম আইডি ১৩১৬১৭০ ও পাসপোর্ট নাম্বার বিই ০৮৩৮২৮১। তিনি এমজি এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে গত ২৭ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে মক্কায় যান।

এদিকে একই দিন খুলনা সদরের বাসিন্দা আবদুর রাজ্জাক নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মারা যান। তার পিলগ্রিম আইডি ০৫৯৮১৬০ ও পাসপোর্ট নাম্বার বিএম ০৬৮৩৪৪১। তিনি আনিকা এভিয়েশন হজ এজেন্সির মাধ্যমে গত ১৬ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে মক্কায় যান।

এ নিয়ে চলতি বছর মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

এমইউ/এমবিআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।