তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৮

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুলাই ওই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য তিন সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিন সিটি কর্পোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

জেইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।