সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ৬৩১ জন হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১১ এএম, ২৮ জুলাই ২০১৮
ফাইল ছবি

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ৬৩১ জন হজযাত্রী। শুক্রবার (২৭ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৪০৫ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৮৬টি ফ্লাইটসহ মোট ১৬৯টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করে।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে শুক্রবার কনসাল (হজ) মো. আবুল হাসানসহ হজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা মকার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হজযাত্রীদের খোঁজখবর নেন। ডাক্তাররা অসুস্থ হজযাত্রীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় আইটি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় আগত তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ফ্লাইটের হজযাত্রীরা শুক্রবার মদিনা থেকে মক্কায় ফিরে আসেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এমইউ/এসআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।