দুটি বাতিল হলেও ৭টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৪৪৫ হজযাত্রী
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ জুলাই ২০১৮
যাত্রী সঙ্কটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি হজ ফ্লাইট বাতিল হলেও আজ বিকেল সোয়া ৪টা পর্যন্ত সাতটি ফ্লাইটে ২ হাজার ৪৪৫ হজযাত্রী ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে আজ বিকেল সোয়া ৪টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইটে ৮১১ ও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইটে ১ হাজার ৬৩৪ হজযাত্রী ঢাকা ছাড়েন। আজ সৌদি এয়ারলাইন্সের আরও দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। হজ অফিস ঢাকার দায়িত্বশীল একজন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ১৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৩০৪৫) ৪১৩ ও (বিজি৫০৪) ফ্লাইট ৩৯৮ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে আজ বিকেল ৪টা ০৬ মিনিট পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের (এসবি ৩৮৬৩, ৩৮৫৩, ৩৮৫১, ৩৮৫৭ ও ৮০৩) ফ্লাইটযোগে যথাক্রমে ৩৬৭, ২৫৩, ৩৭৮, ৩৩৭ ও ২৯৯ হজযাত্রী ঢাকা ত্যাগ করেন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এমইউ/জেএইচ/পিআর