মালয়েশিয়ায় বি টু বি পদ্ধতিতে কর্মী পাঠাবে সরকার


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ০৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

দীর্ঘদিন বাদে মালেশিয়ায় বিপুল পরিমাণ জনশক্তি রফতানি করার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে বি টু বি পদ্ধতিতে দেশটিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল।

ব্যক্তিখাতের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার্বিক খরচ এক লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে তারা চেষ্টা করবেন।

এ বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই জনশক্তি রপ্তানি প্রক্রিয়া ও খরচের পরিমাণ চূড়ান্ত করা হবে। এছাড়া, বেসরকারি উদ্যোক্তারা কর্মী পাঠালেও, সরকারের কঠোর মনিটরিং থাকবে।

প্রসঙ্গত, নানা জটিলতায় প্রায় চার বছর বন্ধ থাকার পর ২০১২ সালে সরকারী পর্যায়ে বা জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দু`দেশ সম্মত হয়। এ প্রক্রিয়ায় অন্তত ১০ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারাদেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র সাড়ে সাত হাজার কর্মী।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।