মহাসড়কে দৈনিক দুই ঘণ্টা চলবে অটোরিকশা


প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

অটোরিকশা চলাচলের ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা শুক্রবার থেকে শিথিল করে প্রতিদিন দুই ঘণ্টা যাত্রী ছাড়া মহাসড়কে চলাচলের অনুমতি দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

সেতুমন্ত্রীর বরাত দিয়ে কুমিল্লার পুলিশ কমিশনার শাহ আবিদুর রহমান জানান, শুধু সিএনজি রিফুয়েলিংয়ের সুবিধার্থে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে। তবে এসময় অটোরিকশায় কোনো যাত্রী বহন করতে পারবে না।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।