সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজার ৩৯১ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৭ জুলাই ২০১৮
ফাইল ছবি

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৩৯১ জন বাংলাদেশি হজযাত্রী। বৃহস্পতিবার (২৬ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ১৬৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮০টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৯টি ফ্লাইটসহ মোট ১৫৯টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করা হয়। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় গত ১৭ জুলাই মদিনায় আগত প্রথম এবং দ্বিতীয় ফ্লাইটের হজযাত্রীরা গতকাল (বৃহস্পতিবার) মক্কায় পৌঁছেছেন। মদিনায় অবস্থানকালে তারা বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন- মসজিদে কুবা, মসজিদ আল কিবলাতাইন, ওহুদ ও খন্দকের প্রান্তরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন। এছাড়া তারা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং রাসুল (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।