যাত্রী সংকটে শুক্রবারের দুটি হজ ফ্লাইট বাতিল
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ এএম, ২৭ জুলাই ২০১৮
আসন সংখ্যার তুলনায় অর্ধেকেরও কম টিকিট বিক্রি হওয়ায় শুক্রবারের (আজ) দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি হলো বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫।
জানা গেছে, প্রায় ৫০টি হজ এজেন্সি এখনও আড়াই হাজার হজযাত্রীর অনুকূলে বাড়িভাড়া নিশ্চিত না করায় সেসব এজেন্সি টিকিট সংগ্রহ করেনি। এ কারণে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পাঁচ হাজার হজযাত্রীর টিকিট অবিক্রিত হয়ে পড়ে।
এ পরিস্থিতি এড়াতে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সহায়তা চেয়েছে বিমান। বিষয়টি নিশ্চিত করে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, এজেন্সিগুলো দ্রুত এগিয়ে না এলে সংশ্লিষ্ট হজযাত্রীরা বিপদে পড়বেন।
এ দিকে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করেও সমাধান না হওয়ায় হজযাত্রায় বাড়ছে অনিশ্চয়তা।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এদের মধ্যে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
আরএম/বিএ