হজযাত্রী প্রতিস্থাপনের চূড়ান্ত সময়সীমা বৃদ্ধি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৬ জুলাই ২০১৮

হজযাত্রী প্রতিস্থাপনের সময়সীমা শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহকালী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, যে সকল এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার (২৪ জুলাই) মধ্যে ৮ শতাংশ (দুই দফায় ৪ শতাংশ করে) হজযাত্রী প্রতিস্থাপনের আবেদন অনলাইনে কিংবা আবেদনের হার্ডকপি জমা দিতে পারেনি সে সকল হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার, পরিচালক ও চেয়ারম্যানকে আগামীকাল বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন ও আবেদনের হার্ডকপি হজ অফিস ঢাকায় জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

এ সময়ের মধ্যে জমা না দিলে পরবর্তীতে আর হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ পাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।