সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য : বার্নিকাট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৬ জুলাই ২০১৮
ছবি-ফাইল

যে কোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বার্নিকাটের বক্তব্যের সমালোচনার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য।

এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে বার্নিকাট বলেন, এ কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করি।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব বিষয়ে কথা হয়েছে। নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছি।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।