দিল্লির রাস্তায় আবারো ট্রাম


প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৬ আগস্ট ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫০ বছরেরও বেশি সময় পর আবার চালু হচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম চলাচল। বৃহস্পতিবার শাহজাহানাবাদ (পুরান দিল্লি) পুনঃউন্নয়ন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক নিতিন পানিগ্রাহী এ তথ্য জানান।

ব্রিটিশ উপনিবেশিক শাসকদের প্রথম চালু করা এ যানটি ব্যস্ততম পুরান দিল্লিতে আবারো চালু করার পরিকল্পনা করছে দিল্লি সরকার। দিল্লি সরকারের কয়েকজন মন্ত্রী প্রাচীরবেষ্টিত পুরান দিল্লি পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

নিতিন পানিগ্রাহী এ প্রকল্প নিয়ে কাজ করবেন। তিনি বলেন, পুরান দিল্লির ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনকালে লোকদের গাড়ির বদলে ট্রাম ব্যবহারে উৎসাহিত করতে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।

পানিগ্রাহী আরো বলেন, আগামী বছর প্রকল্পটির কাজ শুরু হবে এবং ২০১৮ সালে প্রকল্পটি চালু হবে। দিল্লিতে ট্রাম চালু হয় ১৯০৮ সালে। বর্তমান যানজটের কারণে ১৯৮৪ সালে ট্রাম বন্ধ করে দেয়া হয়।

ভারতে আরো কিছু নগরীতে এক সময় ট্রাম চলাচল করতো। তবে এখন কেবল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেই ট্রাম চালু রয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।