খিলগাঁওয়ে দুই নারী মানবপাচারকারী গ্রেফতার
রাজধানীর খিলগাঁও থেকে তাসলিমা আক্তার এবং জেসমিন আক্তার নামে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মৌসুমি এবং শাবনুর নামে পাচারের চেষ্টার শিকার দুই নারী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ ভুইয়া। তিনি জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী ওই দুই নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল।
এর আগে গত বুধবার খিলগাঁও নন্দীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি। অন্যদিকে পৃথক ঘটনায় রুবি ও সামলা নামে দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে ঘরে আটক রেখে এক লাখ টাকা দাবি করেন তারা। এ ঘটনায় ভুক্তভোগীর কাছে থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
মনিরের পরিবার থানায় এব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ ওই দুই নারী ডিবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
জেইউ/বিএ