এবার ফেসবুকেই সরাসরি সম্প্রচার
এবার সরাসরি সম্প্রচার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। পেরিস্কোপ এবং মিরক্যাটের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ সিদ্ধান্ত নিচ্ছে ফেসবুক। তবে সবার জন্য সেবাটি উন্মুক্ত করা হচ্ছে না। কেবল তারকাদের জন্যই এ সুবিধা।
মূলত তারকাদের ফেসবুক পেইজ রক্ষণাবেক্ষণের জন্য ফেসবুক `মেনশন` নামের একটি অ্যাপ রয়েছে। সরাসরি সম্প্রচারের জন্য এতে যুক্ত করা হয়েছে `লাইভ` নামের আরো একটি অপশন। এই অ্যাপটি অনেকটা পেরিস্কোপের মতোই কাজ করে।
স্মার্টফোনের ফ্রন্ট কিংবা রিয়ার ক্যামেরা, দুটোই ব্যবহার করা যায় লাইভ ব্রডকাস্টের জন্য। আর সেইসঙ্গে ভক্তদের মন্তব্যও এখানে দেখা যাবে সরাসরি। অন্য কোনো তারকা সরাসরি সম্প্রচারিত ভিডিও দেখছে কি-না, তাও বলে দেবে এই ফিচারটি।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগে সাড়া দিয়ে ইতোমধ্যে কয়েকজন তারকাও নাকি লাইন ধরে দাঁড়িয়েছেন। তালিকায় রয়েছেন দ্য রক, সেরেনা উইলিয়ামস, মারথা স্টুয়ার্ট, মাইকেল ব্যাবেল, লুক ব্রায়ান, রিকার্ডো কাকা, অ্যাসলে তিসদেল, ল্যাস্টার হল্টসহ আরো অনেকে।
বিএ