সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৩১৯ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২০ এএম, ২৬ জুলাই ২০১৮

পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৫৩ হাজার ৩১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বুধবার রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ বিমান এয়ালাইন্সের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৫ জন ও সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে ২৫ হাজার ৭৯৪ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ওই কর্মকর্তা জানান, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫০ হাজার ৬০ জন রয়েছেন।

আসন্ন হজে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজার জনসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।