আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৪ পিএম, ২৫ জুলাই ২০১৮

পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবুল কালাম আজাদ (৬০) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

জামালপুর সদর থানার শাহবাজপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ গত ১৮ জুলাই সৌদি আরবে যান। মক্কাতে অবস্থানকালে ২৩ জুলাই তিনি মারা যান।

তার পাসপোর্ট নম্বর বিটি-০২৯৯৪৬৬। তিনি নিবিড় ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে মো.আবুল কালাম আজাদসহ মোট তিনজন হজযাত্রীর মৃত্যু হলো। গত ১৮ জুলাই মানিকগঞ্জের মো. আবদুস সাত্তার (৬৯) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৫৪০০০৮।

গত ১৫ জুলাই নারায়ণগঞ্জের মোহাম্মদ আমির হোসেন (৫৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিআর-০৯৪৭১৩১।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।