দেশের বিভিন্ন রুটে চলবে বুলেট ট্রেন : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৫ জুলাই ২০১৮
ছবি-ফাইল

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত চলাচল করবে বুলেট ট্রেন।

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৮ তে তিনি এ কথা বলেন। এ সময় কয়েকজন জেলা প্রশাসকের প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।

সম্মেলনে সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেল লাইন নির্মাণ কাজ দ্রুত শুরুর অনুরোধ জানান বগুড়ার জেলা প্রশাসক।

ভৈরবে বাইপাশ রেল লাইন নির্মাণের দাবি জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক। এ ছাড়াও একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান তিনি।

কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি সংখ্যক কমিউটার ট্রেন চালানোর দাবি জানান ঢাকার জেলা প্রশাসক। এরআগে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন এগুলোর জবাব দেন।

রেলমন্ত্রী জেলা প্রশাসকদের বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করেছে। বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করেছে। বর্তমান প্রধানমন্ত্রী রেলে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।

সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।