যার যেটা ম্যান্ডেট সে সেটা করবে : জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৫ জুলাই ২০১৮

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি বদলির ক্ষেত্রে বিভিন্ন সংস্থার রিপোর্ট নেয়ার বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, যার যেটা ম্যান্ডেট সে সেটা করবে।

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম কার্য-অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

ডিসিরা কি চেয়েছেন জানতে চাইলে সচিব বলেন, তারা চেয়েছেন স্বেচ্ছাধীন তহবিলে বরাদ্দ বৃদ্ধি। অলরেডি সরকার তা করেছে। তারা দুর্গম ভাতার কথা বলেছেন। দুর্গম ভাতার বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনেক আগেই অনুরোধ করেছি, কিছু কিছু জায়গায় তাদের কষ্ট হয়। কয়েকটি জায়গায় নৌযান চেয়েছেন, এ বিষয়ে সরকার অলরেডি ব্যবস্থা নিয়েছে।

‘গাড়ি মেরামতের জন্য আর্থিক ক্ষমতা বাড়াতে বলেছেন-আমরা আগেই এ ব্যাপারে অনুরোধ করেছি। সার্কিট হাউজ কোনো জেলায় কম আছে, আমরা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখব।

জনপ্রশাসন সচিব বলেন, তাদের প্রস্তাবের অনেকগুলো ইতোমধ্যে স্ব-উদ্যোগে অ্যাড্রেস করা হয়েছে। যে ম্যাসেজটি হয়তো ওই পর্যন্ত পৌঁছেনি।

পদোন্নতি-বদলির ক্ষেত্রে অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্তের বিষয়ে ডিসিদের আপত্তির এসেছে। এ বিষয়ে কী আলোচনা হল- জানতে চাইলে ফয়েজ আহম্মদ বলেন, না, এটা নিয়ে আলোচনার সুযোগও নেই। যার যেটা ম্যান্ডেট সেটা নিয়ে কাজ করবে। আমি কী কাজ করব, সেটা আরেক জন বলতে পারবে না। সরকার যদি আমাকে কোনো কাজে অ্যাসাইন করে, সেটা সরকারই ভালো বোঝে। যার যেটা ম্যান্ডেট সে সেটা করবে।

আরএমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।