রাষ্ট্রীয় খরচে হজ পালনে নির্বাচিতদের তালিকা প্রকাশ
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৪ জুলাই ২০১৮
রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের জন্য নির্বাচিত ৮৬ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
হজ প্যাকেজ-২ এর আওতায় নির্বাচিতরা আগামী ৯ আগস্ট সৌদি আরব যাবেন ও ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
মঙ্গলবার (২৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। আগামী ২০ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এমইউ/এএইচ/আরআইপি
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।