স্বঘোষিত দেবীকে নিয়ে ভারতে তোলপাড় (ভিডিও)


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০১৫

এবার ভারতে রাধে মা নামে একজন নারী নিজেকে দেবী হিসেবে দাবি করেছেন। আর ওই রাধে মার মহিমা ছড়িয়ে দিতে মাঝেমাঝেই ছোট-বড় অনুষ্ঠানেরও আয়োজন করেন ভক্তরা। সেখানেই নিজের মহিমা দেখান স্বঘোষিত এই দেবী। এদিকে তার বিভিন্ন কার্যক্রম নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি নিজেকে আলাদাভাবে তার ভক্তদের মাঝে তুলে ধরেছেন। বলিউডের আইটেম গানে নাচিয়ে ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। স্বঘোষিত এই নারী দেবী জিনস পরে শপিং মলে যান। শর্ট স্কার্ট পরে সোফায় শুয়ে খোলামেলা ছবি তোলেন।

মুন্নি বদনাম কিংবা শিলা কি জওয়ানির তালে তালে কোমরও দোলান। মাঝে মাঝে পুরুষ ভক্তদের একেবারে কোলে উঠে আদরও করে দেন এই দেবী।



তবে ভারতের স্বঘোষিত এই দেবীর বিরুদ্ধে অভিযোগও করেছেন অনেকেই। অভিযোগে বলা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে রাধে মা যেভাবে নাচেন সেটা অশ্লীল এবং কুরুচিকর ছাড়া কিছু নয়।

অভিযোগ অস্বীকার করে রাধে মা বলেন, এটাই তার ভগবানকে কাছে ডাকার উপায়। এদিকে তিনি (রাধে মা) নিজেকে সানি লিওনের বড় ভক্ত বলে জানিয়েছেন।

স্বঘোষিত এই দেবীর বিরুদ্ধে এবার এক নারীকে অত্যাচারে প্ররোচনা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি এক ভক্তকে নাকি পরামর্শ দিয়েছেন, যে পণ দেয়নি তার অধিকার কাছে মার খাওয়ার। সেই পরামর্শ মেনে এক শাশুড়ি তার বউকে মারেন।

কুম্ভ মেলায় ঢুকতে না দেয়ায় এই রাধে মা খবরে আসেন। টুইটারে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্টও রয়েছে। যেটিতে তিনি বিভিন্ন ছবি পোস্ট করেছেন। ভক্তরাও সেসব ছবিতে কমেন্ট করছেন। এর আগে ভারতে আসারাম বাপু নামে একজন নিজেকে স্বঘোষিত দেবতা বলে আলোচনায় আসেন।




এসআইএস/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।