‘ফিফটি ফিফটি’ হজযাত্রী পরিবহন বিমান ও সৌদি এয়ারলাইন্সের
রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স গত ১০ দিন যাবত সমানতালে প্রায় সমান সংখ্যক হজযাত্রী পরিবহন করে আসছে।
গত ১৪ জুলাই থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। আজ (সোমবার) রাত ১১টা পর্যন্ত এ দুটি এয়ারলাইন্স ১২৫টি ফ্লাইটে মোট ৪৫ হাজার ৬৩৫ যাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে কর্মরত বিমানের এক কর্মকর্তা এ তথ্য জানান।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটে ২০ হাজার ৯০৭ জন ও সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৭২৮ জন যাত্রী পরিবহন করে।
মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ৩৭৬ জন রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন। চাঁদ দেখা সাপেক্ষ ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
এমইউ/বিএ