নোঙর করা জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৩ জুলাই ২০১৮

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। সোমবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শ্রমিকরা হলেন- মো. কামরুল ইসলাম (২৮) ও আমজাদ হোসেন (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, কর্ণফুলী নদীর মোহনায় নোঙর করা একটি জাহাজে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ড (বার্ন ইউনিট) এবং অপরজনকে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

‘তবে কারও অবস্থাই বেশি গুরুতর নয়’- যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিস্ফোরণে দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা কর্ণফুলীতে ঝাঁপ দেন। পরে সেখান থেকে উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নেয়া হয়।

আবু আজাদ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।