প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি : ২০ কোটি টাকার ওষুধ পাচ্ছে ভুটান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৩ জুলাই ২০১৮

অনুদান হিসেবে ২০ কোটি টাকার ওষুধ পাচ্ছে ভুটান। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাবগের কাছে টোকেন ওষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২০১৭ সালে এপ্রিলে ভুটান সফর করেন, অটিজমবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভুটান ট্রাস্ট ফান্ডের জন্য এক বছরের ওষুধ তিনি অনুদান হিসেবে দেবেন। ভুটান আমাদের বন্ধু প্রতীম দেশ।’

তিনি বলেন, ‘ভুটানে যে ওষুধের চাহিদা রয়েছে সেটি অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুদান হিসেবে দেয়ার জন্য। আমি ওষুধ শিল্প সমিতির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তারা বিভিন্নভাবে আমাদের ওষুধ প্রশাসনকে সহায়তা করেছে।’

‘৭১টি ওষুধ কোম্পানি থেকে ২৫৮টি পদের ওষুধ সেখানে (ভুটানে) পাঠানো হচ্ছে। এক মাসের কম সময়ের মধ্যে স্থলপথে ২০ কোটি টাকার ওষুধ ভুটানে আমরা পাঠাবো।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এর মধ্য দিয়ে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এটা বন্ধু প্রতীম দেশের জন্য আমাদের শুভেচ্ছা।’

আগামীতে ভুটান সফরের আগ্রহের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এমইউএইচ/আরএমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।