পথশিশুদের সুরক্ষায় অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ জুলাই ২০১৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পথশিশুদের সুরক্ষায় প্রকল্পভুক্ত পথশিশুদের অভিভাবকদের জীবিকা নির্বাহ এবং শিশুদের লেখাপড়া নিশ্চিতকরণের লক্ষ্যে মোট ৭৪ জন আর্থিক অনুদান প্রদান করে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন বুথে মোবাইল একাউন্টের মাধ্যমে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের পক্ষ থেকে অভিভাবকদের এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, শিশুদের স্কুল সময়ে ফুল বিক্রি না করা, ভিক্ষা না করানো, মাদকাসক্ত শিশুদের মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো এবং অভিভাবকদের জীবন-জীবিকা নির্বাহের জন্য এ আর্থিক সহযোগিতা কাজে লাগবে। আর্থিক সহযোগিতা তখন স্বার্থক হবে যখন এসব পথশিশু পথে না থেকে স্কুলে যাবে।

ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড কামরাঙ্গীরচর ফিল্ড অফিসের অফিস ইনচার্জ মো. আমানুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ফিল্ড অফিসার মো. ওয়াহিদুল মোমেন, হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত রাসেল প্রমুখ।

এএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।