আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিসিসিআই
স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আইপিএল থেকে আগামী দু’বছরের জন্য নির্বাসিত চেন্নাই ও রাজস্থান। ফলে আইপিএল নাইনের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজ শুরু করে দিয়েছে বিসিসিআই। জানা গেছে দল কিনতে আগ্রহী কোম্পানিদের আমন্ত্রণ জানাতে খুব তাড়াতাড়ি দরপত্র আহ্বান করবে বিসিসিআই।
এরই মধ্যে ২০১৬ আইপিএল-এর রোডম্যাপ বানাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করছে বোর্ডের কার্যকারী দল। সূত্র জানিয়েছে, ক্রিকেটকে স্বচ্ছ রাখতে দল কেনা-বেচা সংক্রান্ত কোনও কাজই গোপনে করতে চায় না বোর্ড। বিডারদের আমন্ত্রণ জানানোর জন্য দরপত্র ছাড়ার ব্যবস্থা করা হবে।
তবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, রিপোর্ট জমা দেওয়ার জন্য ছ’সপ্তাহের সময় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অনেকগুলো বৈঠক আছে। আশা করা যাচ্ছে ছ’সপ্তাহের আগেই কাজ হয়ে যাবে।
এমআর