সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ আগস্ট ২০১৫

বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোরের রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে ৪৫ জন মহিলা রিক্রুটসহ ১৮৮ জন রিক্রুট শপথ গ্রহণ করে। ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্রশিক্ষণে রিক্রুট মো. শরিফুল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট ইমরান হোসাইন দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়। সামরিক বাহিনীর সৈয়দপুর অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিক্রুটদের অভিভাবকগণ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।