নেপালে দুর্গতদের জন্য ৫ লাখ টাকা দিল প্রাণ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৫
প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার শ্রেষ্ঠার হাতে অনুদানের চেক প্রদান করছেন।

দেশের বৃহত্তম খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর পক্ষ থেকে নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার প্রাণ-এর পরিচালক ইলিয়াস মৃধা ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার শ্রেষ্ঠার হাতে এ অনুদানের চেক তুলে দেন।

‘প্রাণ আপ কনসার্ট ফর নেপাল’ শীর্ষক চ্যারিটি কনসার্ট থেকে এ টাকা সংগ্রহ করা হয়। কনসার্টটি রাজধানীর কলাবাগান মাঠে গত ২১ মে অনুষ্ঠিত হয়।

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় প্রাণ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার শ্রেষ্ঠা।

চেক হস্তান্তরের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, কনসার্টের আয়োজক ই মেকার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফসহ প্রাণ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এর আগেও প্রাণ-এর পক্ষ থেকে নেপালে ভূমিকম্প দুর্গতদের তিন হাজার কার্টুন বিস্কুট এবং ফ্রুট ড্রিংক প্রদান করা হয়।

এসএইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।