বালি দ্বীপের বিমানবন্দর বন্ধের নির্দেশ


প্রকাশিত: ১০:০০ এএম, ০৬ আগস্ট ২০১৫

ইন্দোনেশিয়ার অবকাশ যাপন কেন্দ্র বালি দ্বীপের নগুরাহ রাই বিমানবন্দর বন্ধের  নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা বলেন, ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপের মাউন্ট রাউং থেকে ছাইভস্ম উদগিরণ হওয়ার কারণে দুপুরের দিকে কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ থাকবে।

এদিকে বিমানবন্দর বন্ধের কারণে অনেক ফ্লাইট বাতিল করা হচ্ছে। ফলে ছুটির মৌসুমে পর্যটকদের ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

উল্লেখ্য, বালি দ্বীপ একটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক দ্বীপটিতে বেড়াতে যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সম্প্রতি চতুর্থবারের মতো বালি বিমানবন্দর বন্ধ করে দেয়া হলো।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।