রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রংপুর
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৬ আগস্ট ২০১৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার স্কুলছাত্র রতন কুমার তপন (১৪) হত্যা মামলায় বন্দে আলী (৫০) নামে একজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রতন কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা মাটিয়াপাড়া বাঁশবাড়ি গ্রামের বলরাম চন্দ্র রায়েরর ছেলে ও বড়বিল উচ্চ বিদ্যালয়েরর নবম শ্রেণির ছাত্র।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত বন্দে আলী নিহত রতনদের বাড়িতে কাজ করতেন। সুযোগ বুঝে বন্দে আলী রতনদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি দেখে ফেলায় বন্দে ও তার লোকজন ২০১৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যার পর রতনকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। পরদিন ২৩ ডিসেম্বর পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে নিহত রতনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই রতনের বাবা বলরাম চন্দ্র বাদী হয়ে গঙ্গাচড়া থানায় বন্দে আলীকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ বন্দে আলীকে গ্রেফতার করলে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় দেড় বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এর রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে অভিযুক্ত বন্দে আলী উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত রতনের বাবা বলরাম চন্দ্র জাগো নিউজকে বলেন, আমরা এ রায়ের দ্রুত কার্যকর দেখতে চাই।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. সুলতান আহম্মেদ শাহীন এবং বাদী পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি ফরুক মো. রিয়াজুল করিম।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।