পদ্মাসেতু দুর্নীতি : কানাডায় শুনানি ৬ নভেম্বর


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৬ আগস্ট ২০১৫

বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির মামলার আপিলের বিষয়ে শুনানি চলতি বছরের ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি পাঠিয়েছে কানাডার সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট অব কানাডা। কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে এই দুর্নীতির মামলা চলছে।

আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হলে অন্যতম আসামি বাংলাদেশ-কানাডার দ্বৈত নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া বিশ্বব্যাংকের কাছে থাকা প্রমাণ আদালতে উপস্থাপনের আবেদন জানান। সেই পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রমাণ দিতে কানাডার আদালত বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে।

এর আগে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিস পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে বিশ্বব্যাংককে নির্দেশ দিয়েছিল। বিশ্বব্যাংক এই নির্দেশের বিরুদ্ধে আপিল করে।

প্রসঙ্গত, কানাডার বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পদ্মাসেতু প্রকল্পের কাজ পাইয়ে দিতে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার যড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অনুরোধে রয়্যাল কানাডীয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বিস্তারিত তদন্ত করে এবং এসএনসি লাভালিনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে। অন্টারিও সুপিরয়ির কোর্ট অব জাস্টিসের আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হলে বাংলাদেশি কানাডীয়ান ব্যবসায়ী জুলফিকার ভূইয়ার আইনজীবী বিশ্বব্যাংকের কাছে থাকা প্রমাণ আদালতে উপস্থাপনের আবেদন জানান। ‘আন্তর্জাতিক আইনে বিশ্বব্যাংককে যে কোনো ধরনের আইনি প্রক্রিয়া থেকে দায়মুক্তি দিয়েছে’ বলে যুক্তি তুলে বিশ্বব্যাংক অন্টারিওর আদালতে হাজির হতে অস্বীকার করে। পরে আদালত প্রমাণপত্র জমা দিতে নির্দেশ দেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।